মহিষাবান ইউনিয়ন পরিষদ অন্যান্য ইউনিয়নের চেয়ে বড় হওয়া এই ইউনিয়নের জনসংখ্যা বেশি । এ পর্যন্ত প্রায় 37,000 জন জন্ম নিবন্ধন বহিতে সংযুক্ত করা হয়েছে । আজ পর্যন্ত সকল ব্যক্তির নামের তালিকা অন লাইনে অন্তর্ভূক্ত করা হয়েছে । সরকারিভাবে জুন-২০১৪ইং এর মধ্যে সমস্ত ব্যক্তি জন্ম নিবন্ধন অন লাইনে এন্ট্রির কাজ সমাপ্ত করা হয়েছে । তাই যে সকল ব্যক্তির নাম যেকোন কারণে এখন পর্যন্ত জন্ম নিবন্ধন বহিতে সংযুক্ত করা হয়নি বা যাহাদের নাম, জন্ম তারিখ, পিতা/মাতার নাম, ঠিকানা ইত্যাদি বহিতে ভুল থাকে তাহলে সেগুলি অতি দ্রুতভাবে পরিবর্তন জন্য সকলকে মহিষাবান ইউনিয়ন ডিজিটাল সেন্টারে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে । জন্ম নিবন্ধন বহিতে যাহাদের নাম বাদ পড়েছে তাদের নাম তাদের নাম নতুন এন্টি করার জন্য অনুরোধ করছি। সরকারি বিধি মোতাবেক ৫০ টাকা জমা দিয়ে রশিদ দিয়ে তাহাদের নাম নিবন্ধন বহিতে সংযুক্ত হবে । বর্তমানে যে সকল নতুন জন্ম নিবন্ধন বা পূর্বের ব্যক্তিদের নাম অন লাইনে এন্ট্রি করা হয়েছে সকলকে অন লাইনের মাধ্যমে জন্ম নিবন্ধন প্রদান করা হচ্ছে ।
মোঃ আপেল মাহমুদ রনি
পরিচালক
মহিষাবান ইউনিয় ডিজিটাল সেন্টার ।
মোবা ঃ 01762871606
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS